মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

জুঁই ফুলের মালা নিয়ে বিপাকে নব্যা নায়ার, অস্ট্রে/লিয়ায় লাখ টাকার জরিমানা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
মাথায় জুঁই ফুলের মালা গুঁজে ছবি শেয়ার করেন অভিনেত্রী নব্য নায়ার। ছবি : সংগৃহীত

জুঁই ফুলের মালা সঙ্গে থাকায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিপাকে পড়েছেন মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার। বিমানবন্দরে কড়া বায়োসিকিউরিটি নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে ১,৯৮০ অস্ট্রেলীয় ডলার— অর্থাৎ প্রায় ১ লাখ ১৪ হাজার ভারতীয় রুপি জরিমানা গুনতে হয়েছে।

‘শিক্ষণীয় অভিজ্ঞতা’ বললেন অভিনেত্রী

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে মাথায় মালা গুঁজে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে রসিক ভঙ্গিতে লেখেন, “জরিমানা দেওয়ার ঠিক আগের নাটক!” যদিও কিছু সময় পরই তিনি ওই ক্যাপশনটি সরিয়ে ফেলেন। পরে পুরো ঘটনাটিকে তিনি “একটি শিক্ষণীয় অভিজ্ঞতা” বলে উল্লেখ করেন।

ওনাম উদযাপনে যোগ দিতে গিয়ে বিপত্তি

নব্যা নায়ার সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। সেখানেই মেলবোর্ন বিমানবন্দরে এই ঘটনা ঘটে। অভিনেত্রীর পরিবার জানায়, কোচি থেকে রওনা হওয়ার আগে নব্যার বাবা তাকে জুঁই ফুলের মালা উপহার দেন। একটি মালা তিনি চুলে পরে রাখেন, আরেকটি ব্যাগে রাখেন— যা-ই পরে বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

বিমানবন্দরে কী হয়েছিল?

মেলবোর্ন বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় তার ব্যাগে প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা একটি জুঁই ফুলের মালা পাওয়া যায়। কিন্তু তিনি তা পূর্বে ঘোষণা না করায় সঙ্গে সঙ্গে জরিমানা করা হয় এবং ২৮ দিনের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

নব্যা স্বীকার করেছেন, এটি অস্ট্রেলিয়ার আইন লঙ্ঘন হলেও এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অন知らতে করা একটি ভুল ছিল।

অস্ট্রেলিয়ায় কঠোর জৈব সুরক্ষা আইন

অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগ জানায়, বিদেশ থেকে ফুল, পাতা বা অন্যান্য উদ্ভিদজাত পণ্য আনতে চাইলে তা আগেই লিখিতভাবে ঘোষণা করতে হয়। এসব সামগ্রী পরীক্ষা করে দেখা হয়, তাতে কোনো কীটপতঙ্গ বা রোগ আছে কি না।

ঘোষণা না করলে যাত্রীরা সর্বোচ্চ ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার জরিমানার মুখে পড়তে পারেন, এমনকি ফৌজদারি মামলা বা ভিসা বাতিলের মতো জটিলতাও হতে পারে।

আইনের চোখে সবাই সমান

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয় তারকাদের ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার আইন সমানভাবে কার্যকর হয়— যা একটি ভালো দৃষ্টান্ত।


প্রয়োজনে প্রতিবেদনের শিরোনাম, টোন বা স্টাইল পরিবর্তনে সাহায্য করতে পারি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর