ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ভিপি (সভাপতি) পদে প্রার্থীদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘বেসরকারি’। ৭ সেপ্টেম্বর (রোববার) প্রকাশিত এ জরিপে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ জনপ্রিয়তা নিয়ে এগিয়ে রয়েছেন।
জরিপে অংশ নেন ২৪০ জন ভোটার, যাদের মধ্যে ১৮০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। দৈবচয়ন পদ্ধতিতে পরিচালিত এ জরিপ অনুযায়ী দ্বিতীয় স্থানে আছেন আব্দুল কাদের (১৮%), তৃতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা (১২%) এবং চতুর্থ অবস্থানে রয়েছেন মো. আবু সাদিক কায়েম (৯%)। এছাড়া ১১ শতাংশ ভোটার অন্যান্য প্রার্থীদের পক্ষে এবং ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন।
এদিকে পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার শেষ দিন ছিল আজ (৭ সেপ্টেম্বর)। দিনভর ক্যাম্পাসে সরব ছিলেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভিসি চত্বর, মলচত্বর, কলাভবনসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের চাপ সামাল দিতে বুথ সংখ্যা বাড়িয়ে ৭০০ থেকে ৮১০ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। শুধু বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও জরুরি যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। হল সংসদে প্রার্থী সংখ্যা এক হাজার ৩৫ জন।
আপনি চাইলে এই রিপোর্টটি নিউজ সাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশযোগ্য উপস্থাপনাতেও রূপ দিতে পারি।