রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ট্রাকের পেছনে বাসের ধা”ক্কা, প্রা”ণ গেল সুপারভাইজার-হেলপারের

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি :maxtvbd

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের হাফেজিয়া এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুপারভাইজার রবিউল হোসেন ও হেলপার রফিকুল আলম। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল বালুভর্তি ট্রাক ও শ্যামলী বাস। চাকায় সমস্যা দেখা দিলে হঠাৎ সড়কের উপরেই থামানোর চেষ্টা করে ট্রাকটি। পেছনে থাকা শ্যামলী বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের সুপারভাইজার ও হেলপার।

আরও জানা গেছে, এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর