রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

জ্বালা/নির ভুয়া বিলে কোটি টাকার আত্ম/সাৎ, ডিএস/সিসিতে দুদকের অভিযান..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
ডিএসসিসিতে দুদকের অভিযান

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলমান আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই সময়ের মধ্যেও গাড়ির জ্বালানি বাবদ খরচ দেখানো হয়েছে কোটি টাকারও বেশি।

এই অনিয়ম ও আত্মসাতের অভিযোগে রোববার (৭ সেপ্টেম্বর) ডিএসসিসি ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, “নগর ভবন দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পরও বিপুল পরিমাণ তেলের খরচ দেখানো হয়েছে। এই জ্বালানি কোথায় ব্যবহার হয়েছে, সেটি খতিয়ে দেখতেই দুদকের অভিযান।”

অভিযানে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে।

সূত্র জানায়, আন্দোলনের সময় নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় কর্মকর্তারা অফিসে আসেননি। তারপরও তাদের ব্যবহৃত গাড়ির জন্য প্রতিদিন গড়ে ১৪-১৫ লিটার জ্বালানি খরচ দেখানো হয়েছে।

ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতি মাসে সংস্থাটির জ্বালানি খাতে ব্যয় প্রায় ৫ কোটি টাকা। মে ও জুন মাসে কার্যক্রম প্রায় বন্ধ থাকলেও, তেল খরচ ছিল আগের মতোই। অথচ বাস্তবে অফিস কার্যক্রম না থাকায় এমন খরচ অযৌক্তিক এবং দুর্নীতির ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে আরও অনুসন্ধান ও প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর