শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

ম্যাজি/স্ট্রেট আসছে শুনেই পালালেন বর-কনে ও আত্মী/য়স্বজন..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করতে অভিযান। ছবি : Max tv bd

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ম্যাজিস্ট্রেট আসছে—এ খবর পেয়েই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর-কনে ও উভয়পক্ষের আত্মীয়স্বজন। পরে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের প্যান্ডেল খুলে বরযাত্রীদের ফিরিয়ে দিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তরপাড়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, সদ্য এসএসসি পাস করা এক কিশোরীকে ভুয়া কাগজপত্র দেখিয়ে সাবালিকা প্রমাণ করে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করছিলেন কনের পরিবার। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রশাসনিক টিম পৌঁছানো মাত্রই আতঙ্কে বর-কনে এবং তাদের আত্মীয়রা বিয়ের আসর ফেলে পালিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান নেতৃত্বে প্রশাসন বিয়ের প্যান্ডেল খুলে ফেলেন এবং উপস্থিত বরযাত্রীদের বিদায় করে দেন। এ সময় তিনি স্থানীয় ইউপি সদস্যকে সতর্ক নজরদারির নির্দেশ দেন, যাতে করে ভবিষ্যতে আবারও এ ধরনের বাল্যবিয়ের আয়োজন না করা হয়।

এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান কালবেলাকে বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কনে ও তার পরিবারের লোকজন পালিয়ে যান। পরে প্যান্ডেল খুলে বিয়ে বন্ধ করে দিই এবং স্থানীয় প্রতিনিধি‌কে বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর