বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

লিটন দাসের ব্যাটে নতুন ইতিহাস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত হয়েছে
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটে আবারও নতুন অধ্যায় লিখলেন লিটন দাস। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ তিনি এখন দেশের সর্বোচ্চ ফিফটির মালিক।

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের অর্ধশতক এখন ১৪টি। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, যিনি ১৩টি ফিফটির মালিক ছিলেন। তবে লিটন মাত্র ১১০ ম্যাচ খেলেই এই কৃতিত্ব অর্জন করেছেন, যেখানে সাকিবের প্রয়োজন হয়েছিল ১২৯ ম্যাচ।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুই অঙ্কের ফিফটির মালিক হয়েছেন কেবল এই দুই ব্যাটারই। দলের ওপেনার হিসেবে লিটনের এই ধারাবাহিকতা তাকে শুধু রেকর্ডবুকের শীর্ষে তুলেনি, বরং ভবিষ্যতের জন্যও এক দৃঢ় ভরসা হয়ে উঠছে।

এদিকে আজ আইসিসির র‌্যাংকিংয়েও উন্নতি করেছেন লিটন। সাম্প্রতিক পারফরম্যান্সে নিজের ব্যাটিংকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর