বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

জাবি ছাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভি/যোগে রাজ/ধানী পরিবহনের ২৮ বাস আটক..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
রাজধানী পরিবহনের ২৮টি বাস জব্দ করেছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে। আহত ছাত্রী পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।

ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীদের ভাষ্যমতে, ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাভারের থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে চান। তখন বাসচালকের সহকারী তার গন্তব্য জানতে চান এবং তিনি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ বললে তাকে বাসে ওঠার অনুমতি দেওয়া হয়। কিন্তু বাস চলতে শুরু করার পর সহকারী পুনরায় একই প্রশ্ন করেন। একই উত্তর শুনে তিনি হঠাৎ করেই চলন্ত বাস থেকে ছাত্রীটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ছাত্রীটি রাস্তায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বাসগুলো আটকে দেন এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ভুক্তভোগী ছাত্রী বলেন, “বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমার পায়ে ব্যথা পেয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগীর চিকিৎসার জন্য ক্ষতিপূরণ, অভিযুক্ত সহকারীর শাস্তি, পরিবহন কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ এবং লিখিতভাবে ভবিষ্যতে এমন আচরণ না করার নিশ্চয়তার দাবিতে তারা বাসগুলো আটক রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। পরিবহন মালিকপক্ষ বুধবার (৩ সেপ্টেম্বর) আসবে বলে জানিয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনি চাইলে এটি সংক্ষিপ্ত বা দীর্ঘ ভার্সনেও তৈরি করে দিতে পারি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর