সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

চার মাসেরও বেশি সময় পর স্ব/র্ণের দামে রেকর্ড, চড়ছে রুপাও..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

চার মাসেরও বেশি সময় পর আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। সোমবার (১ সেপ্টেম্বর) স্পট গোল্ডের মূল্য প্রতি আউন্সে ৩,৪৭৫.৭২ ডলারে পৌঁছায়, যা ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। চলতি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এ সময় মার্কিন ফিউচার মার্কেটে ডিসেম্বর ডেলিভারির জন্য স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৫৪৬.৭০ ডলার।

শুধু স্বর্ণই নয়, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর রুপার দামও নতুন উচ্চতায় উঠেছে। স্পট সিলভারের দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪০.৩১ ডলারে পৌঁছায়, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। পরে তা আরও বেড়ে ৪০.৪৪ ডলারে ওঠে—একদিনেই প্রায় ২ শতাংশ মূল্যবৃদ্ধি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মার্কিন ফেডের সান ফ্রান্সিসকো শাখার সভাপতি মেরি ডেলির ডোভিশ (নরমপন্থী) মন্তব্য বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এতে করে বাজারে ধারণা তৈরি হয়েছে, ফেড শিগগিরই সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের বেশ কিছু শুল্ককে মার্কিন আপিল আদালতের অবৈধ ঘোষণা ডলারের ওপর চাপ সৃষ্টি করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

উল্লেখযোগ্যভাবে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক (PCE) মাসিক ভিত্তিতে ০.২ শতাংশ ও বার্ষিক ভিত্তিতে ২.৬ শতাংশ বেড়েছে, যা পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনায় নিয়ে সুদহার কমানোর পক্ষে মত দিয়েছেন।

এ পরিস্থিতিতে তারল্যের ওঠানামাও বাজারকে প্রভাবিত করছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “মার্কিন ব্যাংক হলিডের কারণে বাজারে তারল্য কিছুটা অনিয়মিত, যার ফলে স্বর্ণ ও রুপার দামে অস্থিরতা দেখা যাচ্ছে।”

প্রয়োজনে এটিকে সংক্ষিপ্ত সংবাদ বা আরও বিস্তারিত বিশ্লেষণাত্মক রূপে সাজিয়ে দিতে পারি। বলুন কীভাবে চান?

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর