সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সমালো-চনার শি”কার পাকিস্তানি অভি-নেত্রী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
রেহাম রফিক । ছবি : সংগৃহীত

দর্শকদের ভালোবাসা আর জনপ্রিয়তার চূড়ায় থাকা অবস্থায়ও কখনো কখনো বিতর্কের ঝড়ে জড়িয়ে পড়তে হয় তারকাদের। পাকিস্তানের অভিনেত্রী ও নৃত্যশিল্পী রেহাম রফিকের ক্ষেত্রেও ঘটেছে তেমনই এক ঘটনা। ‘পারওয়ারিশ’ নাটকে আমাল সুলাইমানের চরিত্রে অভিনয় করে যিনি জয় করেছিলেন দর্শকের হৃদয়, তিনি এবার বিদ্ধ হচ্ছেন নেটিজেনদের সমালোচনার তীরে।

‘পারওয়ারিশ’ নাটকে কিশোরী ও তরুণী মেয়েরা তার অভিনীত চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ায় রেহাম খুব অল্প সময়েই সবার প্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি রেহাম মূলত একজন নৃত্যশিল্পী।

একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নৃত্যশিল্পীর পেশায় সাফল্যের সম্ভাবনা কম হওয়ায় তিনি অভিনয়ে এসেছেন। তার অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

ছোটবেলা থেকেই তিনি মিডিয়ায় কাজ করছেন এবং নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। সম্প্রতি রেহামের ছোটবেলার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ভিডিওটি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘সে ছোটবেলা থেকেই এটা করছে।’ আরেকজন লিখেছেন, ‘ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগত, এখনো সে তেমনই আছে।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর