বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্র”স্তুতি ম্যাচ খে”লবে ঋতুপর্ণারা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
বাংলাদেশ নারী ফুটবল দল । ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর নতুন স্বপ্নে বুক বাঁধছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই স্বপ্নপূরণের প্রস্তুতি হিসেবেই অক্টোবরে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তহুরা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ক্যাম্প শুরু করব। এরপর অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলব।”

থাইল্যান্ড সফরের সূচি

  • ২৫ অক্টোবর – বাংলাদেশ বনাম থাইল্যান্ড (প্রথম ম্যাচ)
  • ২৮ অক্টোবর – বাংলাদেশ বনাম থাইল্যান্ড (দ্বিতীয় ম্যাচ)
  • স্থান: থাইল্যান্ড

থাইল্যান্ড বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে। তাই এই ম্যাচগুলো নারী দলের জন্য হবে বড় চ্যালেঞ্জ ও একই সঙ্গে অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

মাহফুজা আরও জানান, নভেম্বর-ডিসেম্বরে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এজন্য ভিয়েতনামকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। যদি তা সম্ভব না হয়, তবে অন্য কোনো দেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করবে বাফুফে।

এশিয়ান কাপে যাওয়ার আগে জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ দলকে জাপানে অনুশীলনের জন্য পাঠাতে চায় বাফুফে। এছাড়া অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিউজিল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থাও করার চেষ্টা চলছে।

২০২৫ সালের জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতেই জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০১৪ ও ২০২২ সালের বাছাই মিলিয়ে একটিও জয় না পাওয়া দল এবার বদলে দিয়েছে ইতিহাস।

অস্ট্রেলিয়ায় ২০২৬ এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও শক্তিশালী উজবেকিস্তান। ১২ দলের এই আসরে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের মূলপর্বে খেলার দরজা খুলে যাবে তহুরাদের জন্য।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর