বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলকে ঘিরে আবারও গুঞ্জন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করে তারা যেন ইঙ্গিতই দিলেন বিশেষ সম্পর্কের।
সোমবার সকালে ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকি নিকোলের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, নিকির ২৫তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।
এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে এক নাইটক্লাবে দু’জনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছিল গসিপ মিডিয়া। আবার লিগের প্রথম ম্যাচ শেষে ফ্রান্সের মোনাকোর রাস্তায় তাদের হাঁটতেও দেখেছেন অনেকে। ফলে সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমশ জোরদার হচ্ছে।
তবে ইয়ামালের বাবা এই প্রসঙ্গে বেশ সোজাসাপ্টা। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘এসব আসলে ছোটদের ব্যাপার। আমি ছেলের পিছু নিয়ে দেখব সে কাকে ভালোবাসছে, কাকে নয়— তা সম্ভব নয়। প্রত্যেকেরই কিছুটা ব্যক্তিগত গোপনীয়তা থাকা দরকার।’
ইয়ামালের ব্যক্তিগত জীবন আগেও বিতর্কে জড়িয়েছে। তার ১৮তম জন্মদিনে বামন ও মডেল ভাড়া করে পার্টি আয়োজন সমালোচনার জন্ম দিয়েছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। বর্তমানে বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর পরে খেলছেন এই ফরোয়ার্ড। ২০২৫-২৬ মৌসুমে তার কাছ থেকে অনেক প্রত্যাশা ক্লাবের।