শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

জাতিসংঘের বিশেষ প্রতিবে/দকের সঙ্গে প্রধান উপ/দেষ্টার সৌজন্য সা/ক্ষাৎ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাতে অ্যান্ড্রুজ ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকটকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি স্মরণ করিয়ে দেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে ড. ইউনূসের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যান্ড্রুজ বলেন, এই সম্মেলন দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখতে সহায়ক হবে এবং বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ যে তারা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে।

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন সম্মেলন থেকে এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানে কার্যকর ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক সময়ে আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবায় মারাত্মক প্রভাব পড়ছে। এই প্রেক্ষাপটে তিনি অ্যান্ড্রুজকে আন্তর্জাতিক পর্যায়ে তহবিল নিশ্চিতকরণে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুজ বাংলাদেশের নেতৃত্ব ও বহুপাক্ষিক সম্পৃক্ততার প্রশংসা করে বলেন, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ও রোহিঙ্গা প্রত্যাবর্তনের পরিবেশ তৈরিতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে, যা হতাশাজনক। তা সত্ত্বেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ও দৃঢ় প্রচেষ্টা রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এনে দিতে সক্ষম হবে।

প্রসঙ্গত, রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে একটি স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে অ্যান্ড্রুজ অংশ নেবেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর