শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সারা দেশে পলিটে/কনিক শিক্ষা/র্থীদের বিক্ষোভ আজ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
বুধবার রাতে ডুয়েটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের দায়ের করা অযৌক্তিক রিটের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। একইসঙ্গে দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত না করার পেছনেও বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় ডুয়েটের সামনে শিক্ষার্থীরা প্রাথমিক বিক্ষোভ করেন।

জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে আগামী ১৫ আগস্ট নির্ধারিত ডিএমটিসিএলের ১০টি প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধেই পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলনে নেমেছেন।

প্রয়োজনে আরও সংক্ষেপ বা বিস্তারিতভাবে এই প্রতিবেদনটি সাজানো যাবে। জানাতে পারো।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর