বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

ফেনী জেলা আ.লীগ নে”তা তপন ঢাকায় গ্রে”প্তা”র

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত হয়েছে
খায়রুল বাশার মজুমদার তপন। ছবি : সংগৃহীত

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর শান্তিনগরের ‘পরশুরাম ভবন’ নামক নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খায়রুল বশর মজুমদার তপন ফেনীর পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের আবুল বশরের ছেলে।

গ্রেপ্তার তপনের স্ত্রী সাদিয়া ইসলাম শিমু বলেন, ডিবি পুলিশের সদস্যরা রাত ১০টার দিকে বাসায় এসে তাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যান। সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে অসুস্থ হওয়ায় গত কদিন ধরে বাসায় অবস্থান করছিলেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খায়রুল বশর মজুমদার তপন আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান তপনকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পেরেছি।

২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৭ এপ্রিল পর্যন্ত ফেনী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ফেনী জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০২২ সালের ২৮ এপ্রিল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর