বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যা”চ নিয়ে কোনো ঝুঁ”কি নেই

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
ভারত-পাকিস্তান লড়াইয়ের প্রতীকি দৃশ্য। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান লড়াই, আর সেই উত্তেজনা এ বার যেন তিন গুণ! ২০২৫ এশিয়া কাপে গ্রুপ পর্বে একবার, সুপার ফোরে আবার, আর যদি ভাগ্য মেলে—ফাইনালেও দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। কিন্তু সাম্প্রতিক ডব্লিউসিএল (ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস) বিতর্কের কারণে কিছু সমর্থকের মনে শঙ্কা—হবে তো তো সেই ম্যাচ?

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পষ্ট জানিয়ে দিয়েছে— ‘ভারত-পাকিস্তান ম্যাচ ঝুঁকিমুক্ত। বোর্ডের সিওও সুভান আহমেদ বলেছেন, ‘এশিয়া কাপকে কোনোভাবেই ডব্লিউসিএলের মতো বেসরকারি টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা যাবে না। সেখানে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু এখানে এমন কিছু হবে না।’

পেহেলগামে সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের সামাজিক মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা তীব্র হয়। এর মধ্যে ডব্লিউসিএল ২০২৫-এ ভারত চ্যাম্পিয়ন্স ও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ম্যাচ ঘোষণা হলে সমালোচনা আরও বেড়ে যায়। শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও হরভজন সিং—চার প্রাক্তন তারকা ম্যাচ থেকে সরে দাঁড়ান।

ফলে আয়োজকদের ম্যাচ বাতিল করতে হয়। এমনকি সেমিফাইনালেও ভারত পাকিস্তানের বিপক্ষে না খেলায় পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে যায়, যেখানে তারা এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভেন্যু—দুবাই ও আবুধাবি।

২০২৫ আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যাতে দলগুলো ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (আয়োজক ভারত ও শ্রীলঙ্কা) জন্য প্রস্তুতি নিতে পারে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর