আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আত্মহত্যার চেষ্টা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করার ঘটনার পর এবার সামনে এসেছে স্ত্রী রিয়া মনির সঙ্গে তার সম্পর্ক ভাঙনের বিষয়টি।
সম্প্রতি হিরো আলম অভিযোগ করেন, রিয়া মনি কক্সবাজারে অবস্থান করছেন মডেল ম্যাক্স অভির সঙ্গে। তিনি একটি ফেসবুক পোস্টে রিয়া ও অভির দুটি ছবি এবং একটি হোটেল রুমের ভিডিও শেয়ার করেন, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমকে রিয়া মনি জানান, ‘হ্যাঁ, আমি ও অভি কক্সবাজারে এসেছি একটি কাজে। তবে ঢাকায় ফিরে আমি হিরো আলমকে ডিভোর্স দেব। সে আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। আত্মহত্যার নাটক করে আমাকে ফেরত এনেছিল, কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন হয়নি।’
রিয়া মনি আরও বলেন, ‘কিছুদিন আগে বগুড়ায় যাওয়ার কথা বলে সে আসলে গিয়েছিল ইতির কাছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে দিতে পারি। একবার মিথিলার কাছে, আবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দেওয়ার।’
তিনি আরও জানান, হিরো আলমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তিনি ম্যাক্স অভিকে বিয়ের বিষয়ে ভাবছেন। ‘ডিভোর্স দেওয়ার পর হাতে তিন মাস সময় থাকবে। এই সময়টায় অভিকে বুঝে নেব। যদি মনে হয়, তার সঙ্গে থাকা যায়, তাহলে বিয়ে করব।’
অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘রিয়া মনি মেয়ের মাথায় কোরআন তুলে শপথ করেছিল যে, আর কখনও অভির সঙ্গে কথা বলবে না। আমি তার কথা বিশ্বাস করে বাড়ি রং করতে বগুড়া যাই। কিন্তু সেদিনই সে কক্সবাজারে যায় অভির সঙ্গে। আমার ফোন ধরে না, ব্লক করে রেখেছে।’
উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য জীবন দীর্ঘদিন ধরেই টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। আলমের বাবার মৃত্যুর পর থেকে এই বিরোধ আরও প্রকট হয়। এর আগে আলম রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে থানায় মামলাও করেন। ওই মামলায় গ্রেপ্তার হন রিয়া মনি, তবে পরদিনই তিনি জামিনে মুক্তি পান।