বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

জামা/য়াত আমিরকে হাসপা/তালে দেখতে গেলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এ তথ্য বৃহস্পতিবার (৭ আগস্ট) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সম্মানিত আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে গেছেন। তিনি তার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া করেন। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন, আমিন।’

উল্লেখ্য, গত শনিবার সকালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয় ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে তিনি কেবিনে অবস্থান করছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দেশবাসীর কাছে তিনি দোয়ার আবেদন জানিয়েছেন।

এর আগে, ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে দুইবার মঞ্চে ঢলে পড়েন। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে গুরুতর কিছু ধরা না পড়লেও পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামে তার ধমনিতে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রয়োজনে এই খবরটি সংক্ষেপ বা সম্প্রসারণ করেও দেওয়া যেতে পারে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর