শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যু/ত্থানের বর্ষপূ/র্তিতে ঢাকায় বিএনপির বিজয় র‍্যা/লি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। এটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঢাকার বিভিন্ন থানা ইউনিট ছাড়াও আশপাশের জেলা থেকে আগত অনেক সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ছিল নানা রকমের ব্যানার ও প্ল্যাকার্ড।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে—তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। কারও মাথায় রঙিন ক্যাপ, কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা—সবমিলিয়ে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।

র‌্যালি শুরুর আগে বিকেল ৩টার পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর