শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

“তারেক রহমানের স্ব/প্ন বাংলাদেশ গড়ার : মির্জা ফখরুল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা-ভাবনাকে একটি সুদূরপ্রসারী ‘স্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান আমাদের যেভাবে দিকনির্দেশনা দিচ্ছেন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে যেভাবে কথা বলছেন, তা আমাদের সামনে এক স্বপ্নের দিগন্ত উন্মোচন করছে। এটি শুনলে আমার মনে পড়ে যায় মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি—‘আই হ্যাভ এ ড্রিম’। আমিও বলতে চাই—তারেক রহমান হ্যাজ এ ড্রিম। ইনশাআল্লাহ, এই স্বপ্ন নিয়েই আমরা এগিয়ে যাব, জয়ী হব।”

তিনি রাজনৈতিক সহনশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আসুন, কাদা ছোড়াছুড়ি না করে একসাথে কাজ করি। আমরা এখন গণতন্ত্র পুনরুদ্ধারের মোক্ষম সময়ে আছি। এই সুযোগে বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। ইনশাআল্লাহ আমরা সফল হব।”

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে নানা ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যতদিন যুবদল ও ছাত্রদল আছে, ততদিন গণতন্ত্র ধ্বংসের কোনো চক্রান্ত সফল হবে না।”

সভায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, “গণতন্ত্রের কাঠামো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা চালু করতে বিএনপি যুগান্তকারী ভূমিকা রেখেছে। এখন আমরা এক সংকটকাল অতিক্রম করছি—এই ট্রানজিশনাল পিরিয়ডে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।”

আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় ২০০২ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত যুবদল নেতাদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

প্রয়োজনে আপনি চাইলে এটি সংবাদ রিলিজ বা সংবাদপত্র উপযোগী করেও তৈরি করে দিতে পারি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর