গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কোনাবাড়ী থেকে জরুন পর্যন্ত মাত্র দুই কিলোমিটার সড়কের সংস্কার কাজ দীর্ঘ একযুগ ধরে ঝুলে আছে। বছরখানেক আগে কাজ শুরু হলেও অগ্রগতি চোখে পড়ার মতো নয়। বরং সাম্প্রতিক সংস্কারকাজের ধীরগতির কারণে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই সেখানে জমে থাকে পানি, তৈরি হয় জলাবদ্ধতা। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনায় পড়ছেন পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিল্পকারখানার কয়েক লাখ শ্রমিক এবং যানবাহন চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, জরুন থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। এক বছর আগে সংস্কার কাজ শুরু করলেও কার্যত তেমন কোনো অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে পরিস্থিতি দিন দিন আরও নাজুক হচ্ছে। রাস্তা খুঁড়ে ফেলে রাখা হলেও কোনো বিকল্প চলাচলের ব্যবস্থা রাখা হয়নি।
ভুক্তভোগীরা অভিযোগ করছেন, কাজের গতি না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। ঠিকাদার প্রতিষ্ঠান ধীরগতির জন্য বৃষ্টিকে দায়ী করলেও স্থানীয়রা বলছেন, প্রকৃত কারণ হলো দায়িত্বশীলতার অভাব ও কাজের প্রতি আগ্রহের ঘাটতি।
এই দীর্ঘমেয়াদি দুর্ভোগ থেকে মুক্তি চেয়ে স্থানীয়রা দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “রাস্তাটির সংস্কার কাজ নিয়ে আমরা অবগত। অর্থসংকট নেই। ধীরগতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”