রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

জুলাই যো\দ্ধা\দে\র জন্য ফ্ল্যা\ট প্রকল্প আজ উঠছে একনেকে নি\র্মা\ণ করা হবে ৮০৪টি আবাসিক ফ্ল্যাট

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট প্রকল্প আজ উঠছে একনেকে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেবে সরকার। এজন্য রাজধানীর মিরপুরে একটি পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এর আওতায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৮০৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। নির্মাণের পর প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় ৯৫ লাখ টাকা; এ ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাদের পরিবার। গৃহায়নের প্রস্তাবিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। একই সভায় ‘দেশি-বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪-এর অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে গৃহায়নের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৮ হাজার ৯১০ কোটি ৫৪ লাখ টাকা।

প্রকল্প প্রস্তাব সূত্রে জানা গেছে, ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় ছয়টি ১৪ তলা এবং ১২টি ১০ তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে থাকবে মোট ৮০৪টি আবাসিক ফ্ল্যাট, প্রতি ফ্ল্যাট হবে ১ হাজার ৩৫৫ বর্গমিটার।

নির্মাণকাজ শেষে ফ্ল্যাটগুলো জুলাই শহীদ পরিবারগুলোর মধ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য বিতরণ করা হবে। নির্মাণের পর আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে ৯৪ লাখ ৭৪ হাজার টাকা। আলোচ্য প্রকল্পটি মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে মিরপুর পুলিশ লাইন্স সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে বাস্তবায়ন করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত প্রকল্পটি একনেকে অনুমোদন পেলে চলতি বছরের জুলাইয়ে শুরু হয়ে ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম শেষ হবে ২০২৯ সালের জুনে।

প্রকল্পের আওতায় নির্মিত ভবনগুলোতে উন্নত মানের স্যানিটারি ও বৈদ্যুতিক ফিটিংস, লিফট, জেনারেটর, অগ্নিনির্বাপক ব্যবস্থা, অগ্নিনিরোধক ব্যবস্থা, সোলার প্যানেল, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রস্তাবিত প্রকল্প এলাকায় কমিউনিটি ভবন, খেলার মাঠ, বহির্বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, কালভার্ট ও নিজস্ব গভীর নলকূপ স্থাপনাসহ যাবতীয় সম্ভাব্য সব নাগরিক সুযোগ-সুবিধা থাকবে।

একই সভায় ‘দেশি-বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪-এর অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হবে। যদিও প্রকল্পটি পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অবহিত করার জন্য উপস্থাপন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনা প্রবাহের ধারণ করা অডিও ও ভিজ্যুয়াল ফুটেজ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স থেকেও দলিল সংগ্রহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩৭ কোটি টাকা। এ অভ্যুত্থান নিয়ে আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, যেগুলো চলতি বছর অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

চলতি অর্থবছরের প্রথম একনেক সভায় যেসব প্রকল্প উপস্থাপন করা হবে এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির দুটি প্রকল্প রয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ এবং ‘বাংলাদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (প্রস্তাবিত ২য় সংশোধিত)’।

স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’ এবং ‘বহদ্দারহাট বাড়াইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ (৩য় সংশোধনী)। রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের “মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত)”, শিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়)’ প্রকল্প।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ’ (১ম সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি); কৃষি মন্ত্রণালয়ের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অব বিপিডিবি (১ম সংশোধিত)’ প্রকল্প উপস্থাপন করা হবে।

অন্যদিকে, পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত আরও ১৭টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হবে। সেগুলোর মধ্য রয়েছে গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত), ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত), পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (২য় সংশোধিত), ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (৩য় পর্যায়), হাতি সংরক্ষণ, বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) (২য় সংশোধিত), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত) এবং গাজীপুর সাফারি পার্ক-এর অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা সহায়ক প্রকল্প।

যান্ত্ৰিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (২য় সংশোধিত), ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ৪৩নং ওয়ার্ডের ৩০০ ফুট পূর্বাচল সড়ক সংলগ্ন তলনা এলাকার অবকাঠামো উন্নয়ন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগার (১ম পর্যায়ে ৪০টি) নির্মাণ (২য় সংশোধিত), চট্টগ্রামস্থ বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন ও বর্ধিতকরণ, ফেনী পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত), জামালপুর জেলা কারাগার পুনর্নির্মাণ (১ম সংশোধিত) এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প।

এ ছাড়া, চলমান দুটি প্রকল্পের নাম পরিবর্তনের বিষয়টিও একনেক সভায় অবহিত করা হবে। এগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন (২য় সংশোধিত)-এর পরিবর্তে নভোথিয়েটার, বরিশাল স্থাপন (২য় সংশোধিত) এবং মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)-এর পরিবর্তে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় সেচ উন্নয়ন প্রকল্প।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর