রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ছক্কার ঝ\ড় তুলতে বি\শে\ষ\জ্ঞ কোচ আনছে বিসিবি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগামছাড়া ব্যাটিংই হতে পারে বড় অস্ত্র। সে লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছক্কার ঝড় তুলতে বিদেশি পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি, যিনি আগামী আগস্টে তিন সপ্তাহের জন্য কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে।

আগামী ৬ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। তার উপস্থিতিতে টেকনিক্যাল ব্যাটিং নয়, মূল ফোকাস থাকবে—কীভাবে বল বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কীভাবে শক্তি উৎপাদন ও ব্যবহার করা যায়।

উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার জাতীয় দলের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

‘আমরা আশা করছি তিনি ক্যাম্প শুরুর আগেই চলে আসবেন,’ জানান বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।

‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কিন্তু এখনকার ক্রিকেটে শুধু প্রতিভা নয়, সেটা ব্যবহার করে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করাটাই আসল। আমি ক্রিকেটারদের শেখাব কীভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয়,’ বলেন উড।

‘তিন সপ্তাহের এই ক্যাম্প নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। কয়েক বছর ধরেই বিসিবির সঙ্গে আলাপ হচ্ছিল, এবার বাস্তবায়ন হচ্ছে—খুশি আমি,’ বলেন তিনি।

শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির পরিকল্পনা। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও চলছে। প্রাথমিকভাবে আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন।

একই সঙ্গে স্থানীয় মনোবিজ্ঞানীদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে, যাতে ভাষাগত সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করা যায়।

এদিকে এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের আগমনের আশা থাকলেও তা এখন বাতিল। বিকল্প হিসেবে নেপাল বা নেদারল্যান্ডসের মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিসিবি অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদীন।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। তার আগেই ছক্কা ঝড়ের পরিকল্পনা, মানসিক প্রস্তুতি ও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ দলকে দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর