আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ঘিরেই এবার আবারও সাজছে একটি বিশেষ সম্প্রচার। আগস্টের ২ তারিখ ইন্টার মায়ামি ও নেকাক্সার মধ্যকার লিগস কাপ ম্যাচে শুধুই মেসিকে ফলো করবে ‘মেসি ক্যাম’—এমনই ঘোষণা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।
এটি হবে সম্পূর্ণ টিকটক-ভিত্তিক লাইভস্ট্রিম, যেখানে পুরো ম্যাচজুড়ে কেবল মেসির গতিবিধি দেখানো হবে। ভক্তদের মোবাইল ফ্রেন্ডলি অভিজ্ঞতার জন্য সম্প্রচারটি হবে ভার্টিক্যাল ফরম্যাটে এবং এতে থাকছে বিশেষ গ্রাফিক্সও।
২০২৪ সালের অক্টোবরেও এমন একটি ‘মেসি ক্যাম’ টিকটকে চালু করেছিল এমএলএস, যেটি মেসির প্লে-অফ অভিষেকের সময় প্রচারিত হয়। ওই লাইভস্ট্রিমে দর্শকসংখ্যা ছাড়িয়েছিল ৬৪ লাখ! অ্যাপলের দাবি অনুযায়ী, সেটিই ছিল তাদের ইতিহাসে সর্বাধিক দেখা খেলা।
২০২৫ মৌসুমে এমএলএস এমন মোট চারটি এরকম মেসি ক্যাম সম্প্রচারের পরিকল্পনা করছে। এবার নেকাক্সার বিপক্ষে এটি হতে যাচ্ছে তার প্রথম।
তিনি আরও বলেন, ‘তারা যেভাবে চায়, সেভাবেই যেন মেসিকে উপভোগ করতে পারে—আমরা সেই পথই দেখাচ্ছি।’
ইন্টার মায়ামি জুলাই ৩০ তারিখ লিগস কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আটলাসের। এরপর ২ আগস্ট খেলবে নেকাক্সার বিপক্ষে, যেখানে থাকবে এই আলোচিত ‘মেসি ক্যাম’। ৬ আগস্ট গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা খেলবে পুমাসের বিরুদ্ধে।
তবে এর আগেই কিছুটা শঙ্কার মেঘও। অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও জর্দি আলবার বিরুদ্ধে শাস্তির মুখে পড়তে পারে ইন্টার মায়ামি। ২৬ জুলাই সিনসিনাটির বিপক্ষে ম্যাচে তাদের অনুপস্থিতি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে যে কোনো সময়।