শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

বিসিসি/আইয়ের সঙ্গে সম্পর্ক সবস/ময়ই ভালো আমাদের: বিসিবি সভাপতি বুল/বুল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভাকে ঘিরে কয়েকদিন ধরেই চলছিল জটিলতা ও টানাপোড়েন। ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে সভা বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি তাদের সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যোগ না দেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ভার্চুয়ালি হলেও সভায় অংশ নিচ্ছে ভারত।

এসিসির ২৪ ও ২৫ জুলাইয়ের বার্ষিক সভাকে সামনে রেখে এখন ঢাকায় উপস্থিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। ভার্চুয়ালি সভায় যোগ দেবেন শ্রীলঙ্কা ও নেপালের কর্মকর্তারাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা এসিসির বার্ষিক সভার আয়োজন করেছি। আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব ছিল সবাইকে যুক্ত করা, সেটা আমরা পেরেছি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সবাই অংশ নিচ্ছে। যারা ঢাকায় আসতে পারছে না, তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছে। আফগানিস্তান প্রতিনিধি ইতোমধ্যে এসে পৌঁছেছে, ভারত ও শ্রীলঙ্কা ভার্চুয়ালি যুক্ত হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এখনও ভালো আছে। আমরা যে দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত করেছি, সেটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই করেছি। দুই বোর্ড বসে সময় নির্ধারণ করেছি। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। সম্পর্কটা যে ইতিবাচক, তা আমরা ধরে রাখছি।’

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। ফলে টুর্নামেন্টের সময় ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

এসিসির এই সভা তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সম্পর্ক ও সমঝোতাই বড় ভুমিকা রাখবে — এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর