শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

এখনো নিখোঁজ ৩ ছাত্রী ও ২ অভি/ভাবক, দাবি মাইল/স্টোন কর্তৃপ/ক্ষের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত। পুরোনো ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩ ছাত্রী ও দুই অভিভাবকের সন্ধান এখনো মেলেনি বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলার কাছে এ দাবি জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ছাত্রী ও দুজন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।

এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিল মাইলস্টোন কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার সারাদিন তদন্ত কমিটি দফায় দফায় বৈঠক করেছে।

ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ৬টি মৃতদেহ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর