রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিকেল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) ফেনী ও আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) বাকি দুই জেলায় এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের Max tv bdকে বলেন, ঢাকার বিমান দুর্ঘটনা ও পরশুরাম ফুলাগাজীতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।