শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

রাজ\বাড়ীতে যুবদলের বি\ক্ষো\ভ মিছিল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬ বার পঠিত হয়েছে
রাজবাড়ীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি :maxtvbd

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ বিক্ষোভ মিছিল করেন রাজবাড়ী জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি ইউ মার্কেটের (পান্নাচত্বর) সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা, রাজবাড়ী পৌর যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খাইরু, সাবেক ছাত্রনেতা ফারুক দেওয়ান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য দেন।

নেক হামলা ও মামলার শিকার হয়েছি। বহু ত্যাগ স্বীকার করেছি। গত ৫ আগস্ট আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। স্বৈরাচারীর পতনের পেছনে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক অবদান রয়েছে। কিন্তু বর্তমানে কিছু কুচক্রী মহল জামায়াত-শিবিরসহ এনসিপি বলছে বিএনপির কোনো অবদান নেই।

কিন্তু তারা জানে না বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য বিএনপি বরাবরই জনতার কাতারে গিয়ে কাজ করেছে। বাংলাদেশের মানুষের জন্য কাজ করা দলটিই বিএনপি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর