বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

সৌদিতে নারী চাল/কদের রাইড শেয়া/রের সুযোগ দিতে যাচ্ছে উবার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২ বার পঠিত হয়েছে
গাড়ি চালাচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

নারীদের ঘরবন্দি করে রাখার দুর্নাম রয়েছে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিরুদ্ধে। ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ সৌদি আরব এবার চালু করছে নারী চালকদের উবার। তবে এই সেবা নিতে পারবেন শুধু নারীরাই।

সোমবার উবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে তাদের নতুন এ কার্যক্রম শুরু হবে। উবার সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখান থেকেই আসে এ ঘোষণা। খবর গালফ নিউজের।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদিকে আধুনিকায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এ সুযোগ লুফে নেন নারীরা। গড়ে ওঠে নতুন নতুন ড্রাইভিং স্কুল।

ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইরাক ও ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা যাতায়াত করেন, তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে। বলা হচ্ছে, নারী চালকরা সেবা দিলে নারীদের যাতায়াত আরও নিরাপদ হবে। একা যাতায়াতে ভোগান্তি কমবে। পাশাপাশি, নারী সমাজের একটি অংশ সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর