ছাত্রলীগ পুর্নবাসনের অভিযোগ উঠছে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলোজি(আইএইচটি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক জামালের বিরুদ্ধে।
গত ১৪ জুলাই গুপ্ত সংগঠনের তৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের ডাকা কর্মসূচিতে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলোজি(আইএইচটি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক জামাল নেতৃত্বে মিছিলের প্রথম সারিতে দেখা যায় ছাত্রলীগের আই এইচ টি শাখার উপ ক্রীয়া সম্পাদক নিয়াজ হোসেনকে ও ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী খানকে।
নিয়াজ হোসেন ও ইয়াকুব আলী খান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের ঘনিষ্ঠ হিসেবে ক্যাম্পাসে পরিচিত। গতবছরের ৩ আগষ্ট ২০২৪ জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে টিএসসিতে ছাত্রলীগের কর্মুসূচি ও হামলায় অংশগ্রহণ করতে দেখা যায় তাকে ।
এ বিষয়ে জানতে আশিক জামালকে ফোন করলে তিনি জানান, “নিয়াজ বাধ্য হয়ে ছাত্রলীগ করেছিল, এখন সে ছাত্রদল করে।”
এবিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করলে তারা জানান দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।নিয়াজ হোসেন ও ইয়াকুব আলী খান সহ ছাত্রলীগের অন্যান্যদের নিয়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আপত্তি থাকলেও ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক জামালের ঘনিষ্ঠ হওয়াতে ক্যাম্পাসে আগের মতই রাজত্ব করছেন তারা ।