ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনয়ের পাশাপাশি নিজেকে যুক্ত রেখেছেন চিকিৎসা পেশায়। শুধু পর্দায়ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে একটি আবেগময় স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী, যেখানে শৈশবের মতো নির্ভার, চিন্তামুক্ত জীবনের প্রতি তার আকুলতা প্রকাশ পেয়েছে।
চমক লিখেছেন, কোনো কোনো দিন এমন যায়, যেন অনেক বেলা হলেও ঘুম ঘুম ভাবটা আর কাটতে চায় না। অনেকে এই দিনগুলোকে ‘নন প্রোডাকটিভ’ দিন বলেন। কিন্তু আমার কাছে এই দিনগুলোকে মন্দ লাগে না।
তিনি চান এমন কিছু দিন যেদিন কোনো পরিকল্পনা, কোনো দায়িত্ববোধ থাকবে না। নিজের ভাষায়, এমন একটা দিন, যেদিন একদম কোনো কিছুই ভাবব না, কোনো কিছুই করব না… শুধু যেটা ভালো লাগে সেটাই করব। ঠিক ছোট্টবেলার মতো, যা ভালো লাগে, শুধু তাই-ই চাই। হোক না এরকম একটা-দুটো দিন।
ব্যাখ্যা করে চমক বলেন, আমাদের এই শরীর-মন তো শুধু ছুটেই চলছে, একটা-দুটো দিন থাক না ওরা ওদের মতো। একটা দিন না হয় বেলা দুটোয় উঠুক ঘুম থেকে, পেট ভর্তি করে আবোল-তাবোল খাক, কিংবা কিছু না খেয়ে পড়ে থাকুক প্রিয় বইটা নিয়ে অথবা প্রিয় গানটা! না হয় প্রিয় মানুষটার সাথে বক বক করুক, অযথাই ঘণ্টার পর ঘণ্টা!
স্ট্যাটাসের একপর্যায়ে চমক লেখেন, ঢিলাঢালা কুর্তিটা পরে একটু বেরিয়ে আসুক বাইরে থেকে! বিকেলের আলোয় ভেসে যাক সব চিন্তা, ভেসে যাক গোটা দুনিয়া। তুমি, তোমার মন আর মহাশূন্য। মাঝে মাঝে আসুক এমন ‘নন প্রোডাকটিভ’ দিন।
বরিশালে জন্ম নেওয়া রুকাইয়া জাহান চমক বড় হয়েছেন ঢাকায়, এক সাংস্কৃতিক পরিবারে। শৈশবে নাচ শিখেছেন, ধীরে ধীরে অভিনয়ে আসেন। বাবা-মায়ের ইচ্ছায় চিকিৎসকও হয়েছেন। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি।
২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন চমক। এরপর ‘হায়দার’, ‘মহানগর’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ একাধিক আলোচিত নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।