মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

আজ কোথায় কোন কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক আর নগরের নানা প্রান্ত। সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিতে পারেন এক ক্লিকেই।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে সরকারি বেসরকারি বেশকিছু কর্মসূচি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

আজ সকাল ১০টায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া সোয়া ১০টায় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা রয়েছে। সেখানেও অংশ নেবেন অর্থ উপদেষ্টা। নারী সংহতির কর্মসূচি

আজ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করেছে নারী সংহতি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির কর্মসূচি

আজ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকাল ৩টায় হোটেল সারিনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে একটি সভায় অংশ নেবেন তিনি। ট্যাক্স আইনজীবীদের এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবে বিএনপি। বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ বৈঠকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরিয়ামে এক আলোচনাসভায় অংশ নেবেন তিনি।

আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পরিষদ জুলাই গণ-অভ্যুত্থান কর্মসূচি স্থান পরিদর্শন করবেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া এ ভেন্যুতে সেমিনার হলে যুবদলের মহানগর ও জেলা ইউনিটের সভা রয়েছে।

নয়াপল্টনেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি রয়েছে। বিকাল ৩টায় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের মিছিল কর্মসূচি রয়েছে।

জামায়াতের কর্মসূচি

আজ রাজধানীতে জামায়াতে ইসলামীরও কর্মসূচি রয়েছে। বিকাল ৩টায় ডিএমপি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর