কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লা কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। শনিবার বিকেলে সংগঠনটির কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার মোকামের বড় বাড়িতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ (শাহীন মির্জা)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। তিনি বলেন, “সমাজের বিত্তবানদের উচিত কর্মহীন ও অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দানশীল মানুষ সমাজের অলংকার এবং তারা চিরস্মরণীয় হয়ে থাকেন।”
প্রধান আলোচক ছিলেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান জনি।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ বাবুল হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দক্ষিণ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ রেজাউল কবির, সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান (১), আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান ও আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী, দক্ষিণ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ দুলাল হোসেন।
বুড়িচং উপজেলা কমিটির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।
দাউদকান্দি উপজেলার সভাপতি বিপ্লব সরকার,তিতাস উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আয়শা বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু ও মৌসুমি ফল আম বিতরণ করা হয়।