শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

টিক/টকে প্রেমের পর বিয়ে, সেপ/টিক ট্যাংকে মিলল গৃহ/বধূর লাশ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। ছবি : Max tv bd

টিকটকে পরিচয়ের পর প্রেমের বিয়ে। এক বছরের মধ্যে টয়লেটের পাশের সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর মরদেহ। ঘটনার পর পরই পলাতক রয়েছেন স্বামী।

শুক্রবার (১১ জুলাই) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, একাধিক বিয়ে করা বরিশালের জামাল মিয়ার সঙ্গে টিকটকে পরিচয় হয় মতলবের রূপালী বেগমের। এরপর প্রেম থেকে বিয়ে করেন ৫ সন্তানের এই জননী। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই মরতে হলো রূপালীকে।

রূপালীর মা মরিয়ম জানান, আমি মেয়েকে খুঁজে না পেয়ে রাতে দেখি টয়লেটের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা। পরে সন্দেহ হলে ওটাতে উঁকি দিয়ে দেখি মরিয়ম মরে পড়ে আছে। এরপর সবাই আমার চিৎকারে ছুটে আসে।

রূপালীর ভাই আলিমুদ্দিন জানান, আমার বোন এখানে জমি কিনে বাড়ি করে ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে বসবাস করছিল। সপ্তাহ দুএক আগে জামাল রূপালীর স্বর্ণ গহনা ও টাকা পয়সা নিয়ে পালালে পরে তাকে নারায়ণগঞ্জ থেকে ধরে আনা হয়। আর এর পর এ ঘটনা। রূপালীর শরীরে ধারাল অস্ত্রের জখম রয়েছে। আমরা ধারণা করছি জামালই রূপালীকে মেরেছে।

এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছি। এ ঘটনায় তদন্ত চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর