বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

কর ফাঁ/কির মাম/লায় ব্রা/জিল কোচ আনচে/লত্তির এক বছরের জেল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ কার্লো আনচেলত্তিকে স্পেনের এক আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে কর ফাঁকির অভিযোগে। তবে স্প্যানিশ আইনের অধীনে দুই বছরের কম সাজা হলে এবং পূর্ব অপরাধের রেকর্ড না থাকলে সাধারণত জেল খাটতে হয় না। ফলে ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচের জেলে যেতে হচ্ছে না।

আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, রিয়াল মাদ্রিদের প্রথম মেয়াদে (২০১৩ থেকে ২০১৫) চাকরির সময় প্রায় ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) আয়ের ওপর কর ফাঁকি দিয়েছিলেন। আদালতের রায় অনুযায়ী, তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

আনচেলত্তি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, তিনি ইচ্ছে করে কোনো প্রতারণা করতে চাননি এবং আর্থিক বিষয়গুলো তার পরামর্শদাতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে তাকে যে বেতন প্রস্তাব করা হয়েছিল তা ছিল ‘নেট’ হিসেবে, তাই বাকি কাঠামো নিয়ে ভাবেননি।

উল্লেখযোগ্য যে, আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরে এই করের সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে দেন। এ ধরনের মামলায় আগেও তারকা ফুটবল ব্যক্তিত্বরা জড়িয়েছেন। যেমন, লিওনেল মেসি বার্সেলোনায় থাকার সময় কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ড পেলেও পরে তা জরিমানায় রূপান্তর করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোও রিয়াল মাদ্রিদের সময় প্রায় ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দেন।

আনচেলত্তি রিয়ালের সঙ্গে দুটি মেয়াদে কোচের দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। সর্বশেষ মৌসুম শেষে রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।

স্প্যানিশ আদালতের রায়ের পরও ফুটবল বিশ্বে আনচেলত্তির মর্যাদা ও খ্যাতিতে কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর