জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঢাকার রাজপথ থেকে জয়পুরহাটের রাজপথ কাপানো বিএনপি নেতা আব্বাস আলী।
প্রতিটি অলি গলিতে এবং জয়পুরহাট জেলার সব যায়গায় জনগণের মুখে মুখে এখন তরুণ প্রজন্মের পছন্দনীয় নাম
আব্বাস আলী, না আছে অহংকার, না আছে প্রতিহিংসা,না আছে দুর্ব্যবহার।
শুধুই আছে বুকভরা ভালবাসা।
এই ভালবাসার কারণেই যতদিন যাচ্ছে ততই জনসাধারণের ঢল নামছে তারই দিকে।
এর একমাত্র কারণ তিনি দেশের কথা বলে,তিনি জনগণের কথা বলে, তিনি খালেদা জিয়ার কথা বলে, তিনি তারেক রহমানের কথা বলে, তিনি বিএনপির হয়ে কথা বলে।