বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

এক/ই দিনে দুই অভি/নেত্রীর সং/সার ভা/ঙার ঘো/ষণা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্র। ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গনে প্রেম, বিচ্ছেদ যেন নিত্যদিনের ঘটনা। তবে এবার অবাক করে দিলেন দুই অভিনেত্রী। একই দিনে ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্রর এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা, ভক্তদের মধ্যে বইছে হতাশা ও বিস্ময়ের ঝড়।

সুস্মিতার জন্মদিনের সকালেই এক আবেগঘন পোস্টে বিচ্ছেদের কথা জানান তার স্বামী সব্যসাচী। একটি ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’ সেই পোস্টটি পরবর্তীতে শেয়ার করেন সুস্মিতাও। তিনি জানান, এই কঠিন সময়ে যেন ভক্তরা পাশে থাকেন।

এর আগেও একবার আলাদা হয়েছিলেন তারা, কিন্তু পরে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অবশ্য তারা দুজনেই নিশ্চিত করেছেন—এই সম্পর্কের পরিসমাপ্তি ঘটছে।

এদিকে একই দিনে ইনস্টাগ্রামে আরেকটি বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী দীপ্সিতা মিত্র। অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তিন বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন তিনি। ‘আলো ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। তবে সেই সংসারও টিকল না বেশি দিন।

দুজনের কেউই বিচ্ছেদের প্রকৃত কারণ জানাননি। বরং একে অপরের প্রতি সম্মান রেখে এটিকে ‘যৌথ সিদ্ধান্ত’ বলেই উল্লেখ করেছেন।

তবে দর্শক-ভক্তরা এ খবরে মর্মাহত। প্রিয় তারকাদের সম্পর্ক ভেঙে যাওয়াকে সহজভাবে নিতে পারছেন না কেউ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন ‘ভাঙা সম্পর্ক কি আর জোড়া লাগানো যায় না?’ তবে সে প্রশ্নের উত্তর আপাতত অধরাই।

বিচ্ছেদ ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, জনপ্রিয় তারকাদের জীবন সবসময়ই জনতার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। আর তাই এই দুই বিচ্ছেদের খবরে গোটা টালিউডে পড়েছে বিষাদের ছায়া।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর