বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

পচা ও বাদু/ড়ে খাও/য়া আম যা/চ্ছে জু/স ফ্যাক্ট/রিতে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে পচা এবং বাদুড়ে খাওয়া আমের চিত্র। ছবি : Max tv bd

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পচা এবং বাদুড়ে খাওয়া আম জুস ফ্যাক্টরিতে সরবরাহ করার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, পচা ও বাদুড়ে খাওয়া আম গাড়িতে করে বিভিন্ন ম্যাংগো জুস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। যেসব আম নষ্ট হওয়ার কারণে বাজারে বিক্রি হয় না সেগুলোই জুসের জন্য ফ্যাক্টরিগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। সেগুলোই আবার আমাদের কাছে বিভিন্ন ধরনের জুস হয়ে ফিরে আসে। যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে প্রশাসনের তেমন কোনো নজরদারি চোখে পড়েনি।

এরকম একজন আম বিক্রেতার এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, আমরা ক্যারেট হিসেবে আম ক্রয় করি। পরে সেগুলো পুকুরে ধুয়ে পরিষ্কার করা হয়। তখন বাদুড়ে খাওয়া বা পোকা ধরা আম পুকুরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে কিছু আম নষ্ট হয়।

ভোলাহাট ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পচা ও বাদুড়ের সংস্পর্শে আসা আমে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে, যা লিভার ও পেটের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই এমন আম বাজারজাতকরণ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আগে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে এখনই মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, পচা ও বাদুড়ে খাওয়া আম থেকে তৈরি জুস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই জুস কোম্পানিগুলোকে এসব আম ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর