বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

সময়/মতো নির্বা/চন না হলে রাজ/পথেই সিদ্ধা/ন্ত : নি/পুণ রায়..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে
বিএনপি আয়োজিত পথ সভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ছবি : Max tv bd

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নির্বাচন সময়মতো না দিলে, সিদ্ধান্ত হবে রাজপথে।

সোমবার (২৩ জুন) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে কেপি স্কুল মাঠে ধানের শীষের পক্ষে শুভাড্যা ইউনিয়ন ১, ২ ও ৩ নম্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথ সভা ও উঠান বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর আস্থা রেখে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন বলেই আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, যদি এ সময়সূচি প্রলম্বিত হয় কিংবা অন্যকোনো কৌশলে বাধা সৃষ্টি করা হয়, তাহলে গণতান্ত্রিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে তারই উপযুক্ত জবাব দেবে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা কারও মতো ভোটকেন্দ্র দখল করে কিংবা প্রশাসন ব্যবহার করে জিততে চাই না। আমাদের শক্তি জনগণ, তাদের আস্থা আমাদের পক্ষে রয়েছে। সেই আস্থা থেকেই বিএনপি সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। আর সেই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

অ্যাডভোকেট নিপুণ রায় বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ড. ইউনূসের প্রতি জনগণের আস্থা একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সময়মতো সুষ্ঠু নির্বাচন না হলে গণআন্দোলনই হবে একমাত্র পথ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সহসভাপতি হাজী আলী হোসেন, সদস্য কে এম লিয়াকত হোসেন রিপন, শুভাড্যা ইউনিয়ন যুবদলের ১ নম্বর ইউনিট সভাপতি ইমতিয়াজ আহমেদ শাকিল, যুবদল নেতা মো. আলীমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর