শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

ছাত্র/লীগ থেকে ছাত্র/দল নেতা, ‘মুজি/বীয়’ শুভে/চ্ছা জানা/নোর পর যা ঘ/টল..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিএনপির পথসভায় এক ছাত্রদল নেতা দলটির নেতাকর্মীদের ‘মুজিবীয়’ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। তবে এমন বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গেই মাইক্রোফোন কেড়ে নেন পথসভায় উপস্থিত থাকা বিএনপির এক কেন্দ্রীয় নেতা।

শুক্রবার (২০ জুন) রাতে ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘মুজিবীয়’ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির পথসভায় বক্তব্য দেওয়া ছাত্রদল নেতার নাম নাহিদ হাসান। তিনি উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

ভাইরাল ভিডিওতে নাহিদকে বলতে দেখা যায়, ‘স্থানীয় প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই আমার’—এরপরই তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এরপর তাকে ওই পথসভা মঞ্চ থেকে সরানো হয়।

এদিকে নাহিদ আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয়ে পোস্টার সাঁটিয়েছেন এমন ছবিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যায়, গাজীপুর-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের ছবিসহ নাহিদ হাসানের একটি পোস্টার।

এ বিষয়ে জানতে নাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

তবে ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার সব ইউনিয়নের কমিটি ঘোষণা হওয়ার অনেক পরে এক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছিল। এ কমিটি নিয়ে বিতর্ক ছিল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকারের একার সিদ্ধান্তে ও জেলা ছাত্রদল সভাপতির সুপারিশে নাহিদ হাসানকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি করা হয়েছিল। নাহিদ ছাত্রলীগের নেতা জানার পরও তাকে বিশেষ সুবিধার বিনিময়ে ছাত্রদলের সভাপতির পদটি দেওয়া হয়েছে। ছাত্রলীগের বহু পোস্টার ফেস্টুন এলাকায় সাঁটানো থাকলেও তাকেই সভাপতি করা হয়েছিল। এ নিয়ে ইউনিয়ন ছাত্রদলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল।

প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি সিকদার বলেন, ২০২৩ সালের শুরুর দিকে আমাদের কমিটি ঘোষণা করা হয়েছিল। আওয়ামী লীগের দুঃশাসনের আমলে নাহিদসহ আমরা ছাত্রদলের কর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম। ছাত্রদলের দুর্দিনে নাহিদের অবদান অনেক। নাহিদ বহু কষ্ট করেছে ছাত্রদলের কর্মীদের ধরে রাখতে, তাদের পাশে থাকতে। তবে সে ছাত্রলীগ করত এমনটি তিনি স্বীকার করেনি।

ছাত্রলীগ থেকে ছাত্রদল নেতা, ‘মুজিবীয়’ শুভেচ্ছা জানানোর পর যা ঘটল

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার বলেন, কমিটি নিয়ে একা আমার দায় কেন? আহ্বায়ক ও সদস্য সচিব দুজন স্বাক্ষরিত কমিটি হয়েছে। এখন ঘুরেফিরে আমার দায় ছড়ানো হচ্ছে। নাহিদকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। এখন সে জবাব দিক। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল জানান, চার-পাঁচ মাস আগে প্রহলাদপুর এলাকায় একটি পথসভায় ওই বক্তব্যটি দিয়েছিলেন নাহিদ। নাহিদ দীর্ঘদিন ধরে ছাত্রদল করছেন। তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে এরই মধ্যে আমরা বসেছিলাম। সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর