শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

টাকা ছা/ড়া কাজ হবে না, এই চ/র্চা থাকবে না : সারজিস..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত হয়েছে
নীলফামারীর জলঢাকায় পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : Max tv bd

সামনের দিনে টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারীর ছয় উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, আ.লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা একটা কারণে আসবে সেটা- বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কোনো কথা না। সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে উপযুক্ত সময়েই নির্বাচন হবে।

দেশে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাঁদাবাজদের এ দেশে ঠাঁই নেই। কেউ যদি এক টাকা কোথাও চাঁদা নেয়, সেটা একটা পথ। এই পথ খুলে দেওয়া যাবে না।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর