মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে রবি চাষা নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
চা শ্রমিক রবি চাষা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের স্থায়ী কর্মী ছিলেন। তিনি মৃত হরিয়া চাষার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকে তার স্ত্রী ও কন্যা পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু বলেন, রবি চাষা একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এটা হত্যা না আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না।