শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

নাগ/রি/ক/ত্ব নি/য়ে ইতা/লির দুঃ/সং/বাদ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
স্থাপনার সামনে ইতালির পতাকা। ছবি : সংগৃহীত

নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিয়েছে ইতালি। দেশটিতে চলতি সপ্তাহে নতুন আইন কার্যকর করা হয়েছে। এর ফলে ভাষা বা সংস্কৃতি না জানা বিদেশে বসবাসরত ইতালীয়দের বংশধররা খুব সহজে নাগরিকত্ব পাবেন না।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সরকার চলতি সপ্তাহে একটি নতুন আইন কার্যকর করেছে। এ আইনে যা পূর্বপুরুষের মাধ্যমে ইতালীয় নাগরিকত্ব দাবি করার সুযোগ বন্ধ করে দিয়েছে। এই পরিবর্তনের ফলে যারা ইতিমধ্যে নথিপত্র সংগ্রহ, অনুবাদ ও নোটারি করতে অর্থ ও সময় ব্যয় করেছেন, তাদের আশা ভঙ্গ হয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি সরকার মার্চ মাসে এই আইন প্রস্তাব করেছিল। গত মঙ্গলবার (২০ মে) থেকে কার্যকর হয়েছে। নতুন আইন অনুসারে, জুস স্যাঙ্গুইনিস (রক্তের বংশধর) নীতির অধীনে এখন শুধু যাদের বাবা-মা বা দাদা-দাদি ইতালীয় নাগরিক ছিলেন, তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি মানুষ ইতালীয় বংশোদ্ভূত। যারা তাদের প্রপিতামহ-প্রপিতামহীর ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার জন্য নথিপত্র প্রস্তুত করেছিলেন, তাদের জন্য এই পরিবর্তন একটি বড় ধাক্কা। এখন তাদের ইতালিতে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, যা মেলোনির সরকারের কঠোর ভিসা নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।

এ ছাড়া আগামী ৮ ও ৯ জুন ইতালিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে বসবাসের ভিত্তিতে নাগরিকত্বের নিয়ম পরিবর্তনের প্রস্তাব নিয়ে ভোট হবে। বর্তমানে, ইইউবহির্ভূত নাগরিকদের ১০ বছরের বৈধ বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। গণভোটে এই সময়সীমা ৫ বছরে কমানোর প্রস্তাব করা হয়েছে, তবে এটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। যদি এটি ব্যর্থ হয়, তবে আরেকটি গণভোটের মাধ্যমে বসবাসের সময়সীমা ১২ বছরে বাড়ানোর প্রস্তাব আসতে পারে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর