বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

জ/ব্বা/র মণ্ড/লের ও/পর স/ত্যিই কি হা/মলা হয়ে/ছে?

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
মো. আব্দুল জব্বার মণ্ডল। ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে বেশ কয়েকজন মানুষ জব্বার মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল-ঘুষি মারছেন। তবে, ভিডিওটি সঠিক নয় বলে জানা গেছে।

বুধবার (২১ মে) জব্বার মণ্ডল Max tv bdকে জানিয়েছেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। এ ভিডিওটি সম্পূর্ণ ভুয়া।

এর আগে, মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর