সোমবার, ১৯ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন

মন্ত্র/ণাল/য়ের নি/র্দে/শে ভে/ঙে ফেলা হলো সেই অ/বৈধ ইট/ভাটা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯ বার পঠিত হয়েছে
ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ছবি : Max tv bd

রংপুরের পীরগাছায় অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের ৪১ একর ধানক্ষেত পুড়ে যাওয়ার পর সেই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ এমএসবি ব্রিকস ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ইটভাটার চিমনিসহ কাঠামো ভেঙে ফেলা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশের পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটাটি ভেঙে ফেলা হয়েছে।

উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে তিন ফসলি জমিতে গড়ে ওঠা এ অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৮০ জন কৃষকের ৪১ একর জমির বোরো ধান পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেন।

এর আগেও কয়েকবার ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে স্থানীয় কৃষকদের ফসল নষ্ট হয়েছিল। গত ৬ মে Max tv bd অনলাইন সংস্করণে ‘ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ল ধান, কৃষকের আহাজারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর