শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

ফল বিক্রে/তার হা/তে ব্যাগ রে/খে দৌড়, অতঃ/পর…

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
বাঁ থেকে- অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর ইমাম হাসান, ভুক্তভোগী ফল বিক্রেতা সাদেক মিয়া। ছবি : সংগৃহীত

ফেনী শহরে ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরি করতে গিয়ে ফল বিক্রেতার হাতে ব্যাগ রেখে দৌড় দেন ইমাম হাসান নামের এক যুবক। কিছুক্ষণের মধ্যে ব্যাগের ভেতর থেকে বোমা ফোটার মতো শব্দ হতে থাকে। এতে ভয়ে ফুটপাতের ওই ফল বিক্রেতা বৃদ্ধ সাদেক মিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার ট্রাংক রোডের দোয়েল চত্বর সংলগ্ন আশা মেডিকেল হলের সামনে প্রতিদিনের মতো ফুটপাতে ফল বিক্রি করছিলেন পূর্ব বিজয়সিংহ এলাকার বাসিন্দা সাদেক মিয়া (৭০)। এদিন বিকেলে ইমাম হাসান নামের এক কনটেন্ট ক্রিয়েটর ফল ব্যবসায়ী সাদেক মিয়ার হাতে স্কুল ব্যাগের মতো একটি ব্যাগ তুলে দিয়ে দৌড়ে সরে যান। কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যাগ থেকে বোমা ফাটার মতো শব্দ বেজে ওঠে। এতে ব্যবসায়ী সাদেক মিয়া ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন। পরদিন শনিবার তিনি ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নেন।

সাদেক মিয়ার খালাতো ভাই ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রাজু Max tv bdকে জানান, সাদেক মিয়া আগে থেকে হার্টের রোগী। ওই দিন কনটেন্ট ক্রিয়েটর তার হাতে ব্যাগ দিয়ে ভিডিও বানানোর পর তিনি ভয় পেয়েছেন। ঘটনার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন তার চিকিৎসা ও সংসার চলাতে কষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোফায়েল আহমেদ মিলন Max ty bdকে জানান, এভাবে ভয়ের ভিডিও তৈরি করা উচিত নয়। সামাজিক নানা সমস্যা নিয়ে ভিডিও করলে তা দেখে মানুষ উপকৃত হবে। এ বিষয়ে তিনি তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর ইমাম হাসান Max tv  bdকে জানান, আমি ফানি ভিডিও তৈরি করতে এমনটি করেছি। এটি পরে তাকে বুঝিয়ে বলেছি। আমি ভিডিও করেছি শুক্রবার, তিনি হাসপাতালে গেছেন শনিবার বিকেলে। অসুস্থতার ওপর কারও হাত নেই। এরপরেও আমাকে জড়িয়ে নানা কথা চলছে। আমার জন্য যদি তিনি সত্যি অসুস্থ হয়ে থাকেন, তবে আমি তিনি ও তার পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান Max tv bdকে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর