কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে বাস উল্টে সাত যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার ভৈষকোপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসের গতি ৯০ কিলোমিটারের ওপরে ছিল।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত সাতজন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, কেউ নিহত হয়নি।