বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

কুলা/উড়া সীমা/ন্তে পুশ/ইন করা ১৪ জ/নের পরি/চয় মি/লে/ছে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮ বার পঠিত হয়েছে
কুলাউড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৪ জনকে আটক করে বিজিবি। ছবি : Max tv bd

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে শ্রীমঙ্গল ৪৬-বিজিবি ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবি তাদের পরিচয় শনাক্ত করে।

আটকদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মো. মফিজুল ইসলাম (৪৫), মফিজুলের স্ত্রী মল্লিকা (৪০), মিম (১৯) ও মুমিন (৪ মাস), ফুলবাড়ি থানার জরিনা খাতুন (৭৫), জলিল মিয়া (৪৫), জলিলের স্ত্রী কাজলি (৪০), ছেলে হাবিব (২২), ইছা মিয়া আলী (২০) ও কাজল (১১), একই এলাকার মৃত আনোয়ারুলের মেয়ে আফসানা (২০), ইছা মিয়ার স্ত্রী আলফিনা (১৮), শাহিন মিয়ার মেয়ে শাহিনা (৭) ও হাবিবের শিশু ছেলে হালিম (১)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার Max tv bdকে বলেন, সীমান্তে ১৪ জনকে পুশইনের বিষয়টি জেনেছি। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটককৃতরা এখনো বিজিবি হেফাজতে রয়েছে।

শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, ১৪ জন আটকের পরিচয় শনাক্ত হয়েছে। এখন আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় আটকের সংখ্যা দাঁড়াল ১১৭ জনে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর