নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় নোয়াখালীর হাতিয়ায় দুটি ফিসিং ট্রলার থেকে ১৬০০ কেজি ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ৩০ জন জেলেকেও আটক করা হয়। পরে জব্দকৃত মাছ এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
রোববার (১১ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) রাত ১১টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। হাতিয়া কোস্টগার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় ভাই ভাই ও এফবি নাহিদা-১ নামে ২টি ট্রলার তল্লাশি করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া নৌকায় থাকা ৩০ জন জেলেকে আটক করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, প্রতি বছরের ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সব প্রকার মৎস্য নৌযান দিয়ে যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়। এ সময় কোনো অসাধু জেলে যেন সমুদ্রে মাছ শিকার করতে না পারে সে জন্য কাজ করছে কোস্টগার্ডসহ একাধিক টিম।