বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

আজ বি/শ্ব গা/ধা দি/বস..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে
গাধা। ছবি : সংগৃহীত

‘তুই একটা গাধা’! ‘আরে গাধাদের মত কথা বলছিস কেন’, ‘আরে গাধা নাকি’ এ কথাগুলো শোনেনি এমন খুঁজে পাওয়া যাবে না। কারণে অকারণে আমরা ‘গাধা’ শব্দটি প্রতিনিয়ত ব্যবহার করে আসি। কারো নির্বুদ্ধিতায় কাউকে গাধা বলাটা আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যেই পরে। কারণ ভারতবর্ষে গাধার ব্যবহার খুব একটা উপকারী ছিল না। বিশেষ করে ঘোড়ার সঙ্গে তুলনা করলে।

কিন্তু আজ সেই গাধা নামক প্রাণীকেই উদ্‌যাপনের দিন, কারণ আজ ‘বিশ্ব গাধা দিবস’! বানিয়ে বলছি না, একদম সত্যি। ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সার্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস।

এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। এক সময় তিনি বুঝতে পারেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

‘গাধা’ শব্দটি হরহামেশাই ব্যবহার হয় মানুষের ক্ষেত্রেও। কেউ একটু বোকামি করলেই তাকে গাধার সঙ্গে তুলনা করতে ছাড়েন না অন্যরা। এমনকি যারা খুব বেশি পরিশ্রম করেন তাদের কাজকে অনেকেই বলেন গাধার খাটুনি খাটছে লোকটা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর