শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

‘দে/শের স্বা/র্থে সব রাজ/নৈতিক দলের অব/স্থান এক হওয়া উ/চিত’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬ বার পঠিত হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

দেশের স্বার্থের জন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিগত বছর গুলোতে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। এছাড়া করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

তিনি বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে তোলার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দেবার জন্য জনগণের নির্বাচিত সরকার দরকার। সেজন্য দেশে স্বাধীনভাবে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর